ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস বিষয়ে উচ্চতর পড়াশোনা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি নতুন সংযুক্ত এ কোর্সের শুভ উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সবুর খানের এ সময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার সবক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে এবং ক্রমেই তা বাড়ছে।’ উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্বরুপ তিনি  গ্রামীণ ও শহরের মানুষের জীবনযাত্রার সঙ্গে মাল্টিমিডিয়াযুক্ত বিভিন্ন পণ্য এমপ্রিথ্রি প্লেয়ার, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে অডিও, ভিডিও, গ্রাফিক্স এ্যানিমেশনের ব্যবহার ও চাহিদার দিকগুলো তুলে ধরেন। যা উন্নত জাতি গঠনে মেধাকে বিকশিত করতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে সবুর খান বলেন, শুরু থেকেই ডিআইইউ যুগোপযোগী বিষয়সমূহে গুরুত্ব দেওয়ায় শিক্ষার্থীরা দেশে-বিদেশে চাকরীর বাজারে আমাদের শিক্ষার্থীরা ভালো করছে।’ এছাড়া সদ্য শুরু হওয়া প্রোগ্রামের প্রথম সেমিস্টারে ভর্তি  ৫ জন শিক্ষার্থীর শতভাগ বৃত্তি ঘোষণা করেন তিনি।

চলতি সেমিস্টার থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা এ বিষয়টি নেওয়ার সুযোগ পাচ্ছে। উল্লেখ্য, ভিন্ন ধারার নতুন বিষয় যেমন: রিয়েল এ্যাস্টেট, পুষ্টি ও খাদ্য প্রকৌশল, হসপিটালিটি ও ট্যুরিজম  এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স সম্প্রতি চালু হয়েছে।

বর্তমান সরকারের গৃহীত তথ্যপ্রযুক্তির বিকাশমান ধারাকে আরো গতিশীল করতে ও  ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূর্চি  বাস্তবায়নে  মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস-এর শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে সবাই আশা করছে।

The web link of the electronic media coverage of the news of the Launching Ceremony of

Multimedia Technology and creative Arts.

http://www.youtube.com/watch?v=99rNHOFTsjE
http://www.youtube.com/watch?v=_NHz4cHB01o
http://www.youtube.com/watch?v=FolZcg5aTX4
http://www.youtube.com/watch?v=ihDz1cD5MhY
http://www.youtube.com/watch?v=0zulUwamVnk

Pin It